www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৩১ (তাকে জানিয়ে দিও)

তাকে জানিয়ে দিও!
==========================@@@

নন্দ’র মারাত্মক খবরে
পেটে বই গুঁজে
না খোলা রেখেই ভাঙা জানালা
স্যারের অগোচরে কিভাবে স্কুল থেকে
দিতে হয় চম্পট -
ছোট্ট বেলাতেই তা রপ্ত করেছি।

নিজের বলে প্রমাণ করনার্থে
অন্যেরটা একটুখানি ছিঁড়ে
কোন কায়দায় তুড়ি মেরে উড়াতে হয় ঘুড়ি
খুব কম জনই জানে আমার মতো এই দুষ্টুমিটা।

আঁচলের গিট্টু খুলে টাকা মেরে
বাজার থেকে ফিরে সেই টাকার চকলেটেই
ক্যামনে মায়ের হাসি মাখা মুখ
আদায় করে নিতে হয় -
এ’ অভিজ্ঞতার ভান্ডারও যথেষ্টই সমৃদ্ধ।

যদি দেখা পাও
এই কথাগুলো তাকে জানিয়ে দিও
যে বলে বেড়ায় -
চুরি করা কমলাতেও থাকে শুধুমাত্র ভিটামিন-সি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast