ছোট্ট খোকার বুদ্ধি
ছোট্ট খোকার বুদ্ধি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
বললো ছোট্ট খোকা
বাবা তুমি খুব বোকা
জমালে মাটির ভাঁড়ে পয়সা বা টাকা,
বেড়ে দেখো একদিন
কেড়ে নিবে সব ঋণ
ভাঙলে ঘুরায়ে দিয়ে ভাগ্যের চাকা।
খেয়ে তাতে তিন বেলা
খুশিতে করতে খেলা
কখনো জামার লাগি যদি করি জিদ,
গঞ্জ বাজার থেকে
এনে দিবে লাল দেখে
যখনি আসবে কাছে সাওমের ঈদ।
বসলে বোশেখ মেলা
না করে আমায় হেলা
এবারে দেখবে দিয়ে কিনে এক প্লেন,
আঁধার নামলে ঘুমি
তখনি বুঝবে তুমি
ছোট্ট খোকার মাথে কতো আছে ব্রেন।
খুশিতে হারায়ে দিশে
তোমাকে বসায়ে পিছে
শূন্যে উড়াল দিয়ে বায়ু শুঁকে শুঁকে,
পৌঁছবো দু’জনে শেষে
চন্দ্র তারার দেশে
যেখানে আমার মাতা একা আছে লুকে।।
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
বললো ছোট্ট খোকা
বাবা তুমি খুব বোকা
জমালে মাটির ভাঁড়ে পয়সা বা টাকা,
বেড়ে দেখো একদিন
কেড়ে নিবে সব ঋণ
ভাঙলে ঘুরায়ে দিয়ে ভাগ্যের চাকা।
খেয়ে তাতে তিন বেলা
খুশিতে করতে খেলা
কখনো জামার লাগি যদি করি জিদ,
গঞ্জ বাজার থেকে
এনে দিবে লাল দেখে
যখনি আসবে কাছে সাওমের ঈদ।
বসলে বোশেখ মেলা
না করে আমায় হেলা
এবারে দেখবে দিয়ে কিনে এক প্লেন,
আঁধার নামলে ঘুমি
তখনি বুঝবে তুমি
ছোট্ট খোকার মাথে কতো আছে ব্রেন।
খুশিতে হারায়ে দিশে
তোমাকে বসায়ে পিছে
শূন্যে উড়াল দিয়ে বায়ু শুঁকে শুঁকে,
পৌঁছবো দু’জনে শেষে
চন্দ্র তারার দেশে
যেখানে আমার মাতা একা আছে লুকে।।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১০/২০২০চমৎকার।
-
আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৫/১০/২০২০নন্দিত অনুভূতি
-
Md. Jahangir Hossain ২৫/১০/২০২০মনোমুগ্ধকর।