সরলার শর
সরলার শর
====================@@@
বৃক্ষ পেয়েই
দেখে ক’টা ডাল,
ভাববে যে আজ
’তুই কে রে ভাই মূল!’
পেলেও সে কাল
বেশ খড়ি বা ছাল,
জুটবে না তার
কোন যুগেই ফুল।
====================@@@
বৃক্ষ পেয়েই
দেখে ক’টা ডাল,
ভাববে যে আজ
’তুই কে রে ভাই মূল!’
পেলেও সে কাল
বেশ খড়ি বা ছাল,
জুটবে না তার
কোন যুগেই ফুল।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০১/২০২২বেশ অনুভূতির।
-
আলমগীর সরকার লিটন ০৪/০১/২০২২খুব সুন্দর কবি দা
-
মোঃজাকিরুল চৌধুরী ০৪/০১/২০২২চমৎকার
-
শুভজিৎ বিশ্বাস ০৪/০১/২০২২অসাধারণ
-
ফয়জুল মহী ০৪/০১/২০২২উপভোগ্য