ছোড়াছুড়ি
ছোড়াছুড়ি
====================@@@
আসুন তো ক্ষণকাল ভেবে দেখি সকলে,
ছোড়াছুড়ি কি সে’ ধন আছে কার দখলে!
স্নেহ ছুড়ে মাতা চষে শাসনের জেল্লা,
বোকা কিনে জ্ঞান ছুড়ে লালবাগ কেল্লা।
বাপ ছুড়ে ভারী ভাষা বসলেই খেতে সে,
ভীরু বউ রাগ ছুড়ে স্বামী হলে আলসে।
আমগাছে ঢিল ছুড়ে বদমা’শ ছটকু,
গালি ছুড়ে ঘেমে মরে অভিমানী মটকু।
দুষ্টুরা কথা ছুড়ে ঘুমালে মা দুপুরে,
আদু ভাই লাঠি ছুড়ে খেলে কিছু কুকুরে।
নেতা ছুড়ে নীতি কথা হাতে পেলে তথ্য,
দুখী হাসে জ্বর ছুড়ে না খেয়েই পথ্য।
দোকানিরা দর ছুড়ে ক্রেতাদের বদনে,
নব শিশু হাসি ছুড়ে মাততিরি (মাতৃ) সদনে।
কাদা ছুড়ে ভাব গড়ে মাছ পেলে মদনা,
প্রাতে দাদী জানই ছুড়ে কেউ নিলে বদনা।
ফুলি ছুড়ে ভুখা প্রেম ট্যারা-বাঁকা নয়নে,
কষে দাদু তালি ছুড়ে মশা এলে শয়নে।
শ্বাস ছুড়ে কৃষকেরা মাঠে গড়ে ভাণ্ড,
হুঁশ ছুড়ে ভোলা দ্যাখে আঁতেলের কাণ্ড।
====================@@@
আসুন তো ক্ষণকাল ভেবে দেখি সকলে,
ছোড়াছুড়ি কি সে’ ধন আছে কার দখলে!
স্নেহ ছুড়ে মাতা চষে শাসনের জেল্লা,
বোকা কিনে জ্ঞান ছুড়ে লালবাগ কেল্লা।
বাপ ছুড়ে ভারী ভাষা বসলেই খেতে সে,
ভীরু বউ রাগ ছুড়ে স্বামী হলে আলসে।
আমগাছে ঢিল ছুড়ে বদমা’শ ছটকু,
গালি ছুড়ে ঘেমে মরে অভিমানী মটকু।
দুষ্টুরা কথা ছুড়ে ঘুমালে মা দুপুরে,
আদু ভাই লাঠি ছুড়ে খেলে কিছু কুকুরে।
নেতা ছুড়ে নীতি কথা হাতে পেলে তথ্য,
দুখী হাসে জ্বর ছুড়ে না খেয়েই পথ্য।
দোকানিরা দর ছুড়ে ক্রেতাদের বদনে,
নব শিশু হাসি ছুড়ে মাততিরি (মাতৃ) সদনে।
কাদা ছুড়ে ভাব গড়ে মাছ পেলে মদনা,
প্রাতে দাদী জানই ছুড়ে কেউ নিলে বদনা।
ফুলি ছুড়ে ভুখা প্রেম ট্যারা-বাঁকা নয়নে,
কষে দাদু তালি ছুড়ে মশা এলে শয়নে।
শ্বাস ছুড়ে কৃষকেরা মাঠে গড়ে ভাণ্ড,
হুঁশ ছুড়ে ভোলা দ্যাখে আঁতেলের কাণ্ড।
ভালো লাগলো ভীষণ