সংসার
সংসার
=======================@@@
সেই যে পাকা ক্ষেন্তি ভাবি
বললো সেদিন ডেকে,
ভর দিনমান তোদের দেখি
থাকেই বদন বেঁকে।
উথলে না কি মনের কোণে
একটুখানি আশা,
নিদ হারা দুই ঘুঘুর বুকে
সঁপি ভালোবাসা?
তোর ভাই আমি কত্তো খুশি
গিট্টু মেরে মতি,
শুধায় ভোলা জানছো গো যা
সত্যি কি তা অতি?
মানছি ও এক চিমটি দিলে
শোধতে রোপী থাবা,
রাত্রি হলেই ফের মেলি কি
এমনি লুডো দাবা!
=======================@@@
সেই যে পাকা ক্ষেন্তি ভাবি
বললো সেদিন ডেকে,
ভর দিনমান তোদের দেখি
থাকেই বদন বেঁকে।
উথলে না কি মনের কোণে
একটুখানি আশা,
নিদ হারা দুই ঘুঘুর বুকে
সঁপি ভালোবাসা?
তোর ভাই আমি কত্তো খুশি
গিট্টু মেরে মতি,
শুধায় ভোলা জানছো গো যা
সত্যি কি তা অতি?
মানছি ও এক চিমটি দিলে
শোধতে রোপী থাবা,
রাত্রি হলেই ফের মেলি কি
এমনি লুডো দাবা!
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৯/০৯/২০২৩ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৯/২০২৩খুব ভাল লেখা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৯/২০২৩ভালো
-
আলমগীর সরকার লিটন ২৭/০৯/২০২৩বেশ ছন্দময়
-
ফয়জুল্লাহসাকি ২৬/০৯/২০২৩বেশ জমেছে জুটি। এমন জুটিই আজ সবখানে
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৯/২০২৩ভাল।
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৯/২০২৩অপূর্ব নান্দনিক
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২৩অসাধারণ ও নান্দনিক সৃজন কবি