www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংসারের খেলা

সংসারের খেলা
=========================@@@

বড্ড কঠিন সংসারের এই চাওয়া পাওয়ার খেলা!
যোগ বিয়োগের হিসাব কষেই যায় ফুরিয়ে বেলা।
হয় যদি বা বিয়োগ জয়ী
কয় ’আমি যোগ সর্বময়ী’
ভাগ তবু রোজ গুণের বুকে গড়ে বোধন বেলা।
বড্ড কঠিন সংসারের এই চাওয়া পাওয়ার খেলা!

যোগ কখনও স্বপ্ন সুখে গড়লে রসের হাড়ি,
বিয়োগ এসে দেয় রেগে তার চান্দি সোজা বাড়ি।
ভাগ বলে গুণ এ কোন রীতি
মোদের তরে নয় কি ক্ষিতি?
গুণ বলে ‘নয়’ ‍বুঝতে রে তুই করিস যদি হেলা!
বড্ড কঠিন সংসারের এই চাওয়া পাওয়ার খেলা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০২১

মন্তব্যসমূহ

  • কঠিন বাস্তবতা।
  • বেশ লিমেরীক কবি দা
  • ভাল।
  • সংসারের হিসেব বড্ড কঠিন রে ভাই।
 
Quantcast