সখ্য প্রীতির বীন
সখ্য প্রীতির বীন
==========================@@@
ঘর বাহিরে চলছে বেড়ে ঈদের আমেজ রোজ।
নিত্য নতুন আসছে জামা
কিনছে বাবা চাচ্চু মামা
’পড়লো কে বাদ!’ বলেই আবার হচ্ছে দ্বিগুণ খোঁজ।
হাসছে আড়ে দুইটা পেয়ে ফোকলা দাঁতে খোকা।
’পায়নি কি মা নতুন শাড়ি?
মুখটা বাবার ফ্রেশ না ভারি?’
ভাবছে খুকি তিনটা রেখে আস্ত সেজে বোকা।
এমনি ভাবে ক’দিন বাদেই আসবে খুশির দিন।
দৌড়ে কারো নয়তো হেঁটে
মিশতে শেষে কালের পেটে
বুক থেকে বুক পৌঁছে দিয়ে ‘সখ্য প্রীতির বীন’।
==========================@@@
ঘর বাহিরে চলছে বেড়ে ঈদের আমেজ রোজ।
নিত্য নতুন আসছে জামা
কিনছে বাবা চাচ্চু মামা
’পড়লো কে বাদ!’ বলেই আবার হচ্ছে দ্বিগুণ খোঁজ।
হাসছে আড়ে দুইটা পেয়ে ফোকলা দাঁতে খোকা।
’পায়নি কি মা নতুন শাড়ি?
মুখটা বাবার ফ্রেশ না ভারি?’
ভাবছে খুকি তিনটা রেখে আস্ত সেজে বোকা।
এমনি ভাবে ক’দিন বাদেই আসবে খুশির দিন।
দৌড়ে কারো নয়তো হেঁটে
মিশতে শেষে কালের পেটে
বুক থেকে বুক পৌঁছে দিয়ে ‘সখ্য প্রীতির বীন’।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ১১/০৪/২০২৩বেশ চমৎকার। অভিভূত হলাম,অনেক অনেক শুভ কামনা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৪/২০২৩বেশ মিষ্টি কথা।
-
অভিজিৎ হালদার ০৯/০৪/২০২৩ভালো
-
আলমগীর সরকার লিটন ০৯/০৪/২০২৩চমৎকার ঈদের ছড়া
-
ফয়জুল মহী ০৯/০৪/২০২৩চমৎকার কথামালা