সইবো না সই (শায়েরী)
সইবো না সই! (শায়েরী)
=============================@@@
সূর্য পেলেই পূব আকাশে স্বপ্ন সেজে ফের চাষা,
পথেই রেখে দম রা নিলো কোথায় পাখির সেই ভাষা!
সবুজ মাঠের কেশরূপী ঢেউ ছন্দে যতোই হোক দামি,
সইবো না সই আর তা দেখে হিঙ্গুল মেঘের বাঁদরামি।
=============================@@@
সূর্য পেলেই পূব আকাশে স্বপ্ন সেজে ফের চাষা,
পথেই রেখে দম রা নিলো কোথায় পাখির সেই ভাষা!
সবুজ মাঠের কেশরূপী ঢেউ ছন্দে যতোই হোক দামি,
সইবো না সই আর তা দেখে হিঙ্গুল মেঘের বাঁদরামি।
শুভ কামনা প্রিয় কবি