সইবে কে কও
সইবে কে কও!
==========================@@@
বলছি তো রোজ ভালোই আছি ব্যস্ত রেখে মতি!
ভাবটা সেজে গহর চাষা
পারছে কি সেই গড়তে বাসা
অক্ষিতে তার না যদি দাও শ্যামলা বাটের জ্যোতি?
বক্ষে রেখে আশার পাখি বাঁধলে পায়ে সুতো!
গাইলে সে গান মধুর সুরে
টান মেরে দাও কণ্ঠ পুড়ে
কও তো দয়াল সইবে কে ওর তীক্ষ্ণ ঠোঁটের গুঁতো?
==========================@@@
বলছি তো রোজ ভালোই আছি ব্যস্ত রেখে মতি!
ভাবটা সেজে গহর চাষা
পারছে কি সেই গড়তে বাসা
অক্ষিতে তার না যদি দাও শ্যামলা বাটের জ্যোতি?
বক্ষে রেখে আশার পাখি বাঁধলে পায়ে সুতো!
গাইলে সে গান মধুর সুরে
টান মেরে দাও কণ্ঠ পুড়ে
কও তো দয়াল সইবে কে ওর তীক্ষ্ণ ঠোঁটের গুঁতো?
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৪/২০২৩অনবদ্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৪/২০২৩অসাধারণ।
-
আলমগীর সরকার লিটন ১৩/০৪/২০২৩সুন্দর কবি দা
-
ফয়জুল মহী ১৩/০৪/২০২৩অসাধারণ লিখেছেন কবি। শুভেচ্ছা
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২৩অসাধারণ