www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতিবাহী ক্ষত নিশ্চিত জেনো ও বুঝতেই চায়নি সে (তিনটি অণু)

স্মৃতিবাহী ক্ষত, নিশ্চিত জেনো ও
বুঝতেই চায়নি সে (তিনটি অণু)
===========================@@@

(১) স্মৃতিবাহী ক্ষত

ক্ষণিক থামে না ধারা ক্ষরণের
বুকের গহীনে হলে একবার স্মৃতিবাহী ক্ষত,
বার্ধক্যের পরাভবে
সময়ও বন্ধ্যা হবে
হলেও আকাশ শেষে শ্রাবণের মতো,
তবু সে দিয়েই যাবে তাজা ছানা পেড়ে অবিরত!

(২) নিশ্চিত জেনো

পড়লে আহত ঋক্ষ খসে অবশেষে
হলুদ ঘাসের ঝাড়ে নয়তো বা উলুর উপর,
নিশ্চিত পাঁজরে তার ছিলো জেনো রাতি
কখনো ভেবো না ছিলো হাসিখুশি রোদেলা দুপর!

(৩) বুঝতেই চায়নি সে

হয়তো বা বুঝেনি সে
বুঝতেই চায়নি সে ভীরু মন সঁপে
কেনেই নদীর বুকে জেগে উঠে বালুকার চর,
কি কারণে কোন জালে ফেঁসে
কেনেই নীরদ দেয় হেসে
অক্লেশে নিজেরে ক্ষয়ে প্রকৃতিরে রসালো অধর!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৪/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast