শরতের কূলে
শরতের কূলে
======================@@@
পেঁজা পেঁজা সাদা মেঘ উড়ে যায় এক দলে,
দোল খায় কাশফুল বিলি কেটে কুন্তলে!
ধান ক্ষেতে হাঁস ডাকে ভেবে আহা কি যে সুখ!
উঁকি মেরে তাল খুঁজে কদমের লাজ মুখ।
হাসে শাখে জুঁই কেয়া মালতীর গুলশানে,
বকুলের মালা পরে খুকি খ্যালে গানে গানে।
ক্রোধে রাঙা বেলা ঠেলে বায়ু করে হাঁসফাঁস,
ট্যারা চোখে বগি দ্যাখে শাপলার উচ্ছ্বাস।
======================@@@
পেঁজা পেঁজা সাদা মেঘ উড়ে যায় এক দলে,
দোল খায় কাশফুল বিলি কেটে কুন্তলে!
ধান ক্ষেতে হাঁস ডাকে ভেবে আহা কি যে সুখ!
উঁকি মেরে তাল খুঁজে কদমের লাজ মুখ।
হাসে শাখে জুঁই কেয়া মালতীর গুলশানে,
বকুলের মালা পরে খুকি খ্যালে গানে গানে।
ক্রোধে রাঙা বেলা ঠেলে বায়ু করে হাঁসফাঁস,
ট্যারা চোখে বগি দ্যাখে শাপলার উচ্ছ্বাস।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৯/২০২২সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৯/২০২২বেশ শরতের অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ০৭/০৯/২০২২অসাধারণ উপস্থাপন l
-
শ.ম. শহীদ ০৬/০৯/২০২২সুন্দর হয়েছে