সিতারার তকদির (টুকরো কথা)
সিতারার তকদির (টুকরো কথা)
======================@@@
কোথায় পতিত হবে না ভেবেই -
তুমি শিকারী সেজে তির ছুঁড়বে
শুধু এই আশায়
শালিক হয়ে আমি গেয়ে চলতাম আবডালে।
কিন্তু এ কোন পরিহাস!
হায়রে বিনাশী তির -
চন্দ্রিমার দেশে লিখে এলি শেষে
সিতারার তকদির!!
======================@@@
কোথায় পতিত হবে না ভেবেই -
তুমি শিকারী সেজে তির ছুঁড়বে
শুধু এই আশায়
শালিক হয়ে আমি গেয়ে চলতাম আবডালে।
কিন্তু এ কোন পরিহাস!
হায়রে বিনাশী তির -
চন্দ্রিমার দেশে লিখে এলি শেষে
সিতারার তকদির!!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০১/২০২৩অনিন্দ্য সুন্দর
-
ফয়জুল মহী ১৯/০১/২০২৩অনিন্দ্য সুন্দর প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২৩বেশ ভাবনা।
-
শ.ম. শহীদ ১৯/০১/২০২৩জবরদস্ত! শুভ কামনা রইলো সম্মানিত কবির জন্য।
-
রাফিয়া নূর পূর্বিতা ১৯/০১/২০২৩Nice