রুবাইয়াত ই বোরহান (ছেঁড়া বিশ্বাস)
রুবাইয়াত-ই- বোরহান (ছেঁড়া বিশ্বাস)
=========================@@@
(১)
বললি কি তুই ‘সেই তো আমার শাশ্বত চির বিশ্বাস,
আপন বুকের মধ্যিখানে বন্ধু যেজন করছে বাস?’
ক্যান তবে ফের কাঁদিস রে তুই নড়লে ক্ষণিক সুখের ভিত
কিংবা ভেবে হায় কি হবে বন্ধ হলে এ নিঃশ্বাস?
(২)
ও মনা তুই মাটির উপর স্বপ্ন আশার রেখে মূল,
বললি তো কাল যেতেই হবে নেই কোন তার একটু ভুল?
ভাব দেখি তোর সাধন ভজন হয় যদি সেই গাছ সম,
ক্যামনে তাতে রস বিনে আজ ফুটবে রে হোক রাতে ফুল?
(৩)
ঘুরছে রে যম বুকের পিছে পেয়েও কানে তপ্ত সুর,
ভাবলি তবু মন ভোলা তুই হাঁটছে সে বেশ অনেক দূর!
তারিফ করি বিশ্বাসে তোর! এই বলে রোজ নিভৃতে,
না জানি তুই সুরের ছালে ঘোর মুলুকের কোন অসুর!
=========================@@@
(১)
বললি কি তুই ‘সেই তো আমার শাশ্বত চির বিশ্বাস,
আপন বুকের মধ্যিখানে বন্ধু যেজন করছে বাস?’
ক্যান তবে ফের কাঁদিস রে তুই নড়লে ক্ষণিক সুখের ভিত
কিংবা ভেবে হায় কি হবে বন্ধ হলে এ নিঃশ্বাস?
(২)
ও মনা তুই মাটির উপর স্বপ্ন আশার রেখে মূল,
বললি তো কাল যেতেই হবে নেই কোন তার একটু ভুল?
ভাব দেখি তোর সাধন ভজন হয় যদি সেই গাছ সম,
ক্যামনে তাতে রস বিনে আজ ফুটবে রে হোক রাতে ফুল?
(৩)
ঘুরছে রে যম বুকের পিছে পেয়েও কানে তপ্ত সুর,
ভাবলি তবু মন ভোলা তুই হাঁটছে সে বেশ অনেক দূর!
তারিফ করি বিশ্বাসে তোর! এই বলে রোজ নিভৃতে,
না জানি তুই সুরের ছালে ঘোর মুলুকের কোন অসুর!
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২ভালো লাগলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০১/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
জামাল উদ্দিন জীবন ১৫/০১/২০২২বাহ চমৎকার
-
আলমগীর সরকার লিটন ১৫/০১/২০২২খুব সুন্দর কবি দা
-
ফয়জুল মহী ১৫/০১/২০২২Excellent