সেই আলিফ
সেই আলিফ
====================@@@
সেই যে ছিলো ছোট্ট আলিফ
অনেকটাই আজ বড়,
ট্রাক দিয়ে সে বাটুল বয়ে
করতে পারে জড়ো।
পা দিয়ে বল খেলতে পারে
কাটতে পারে ছড়া,
ভাত নিজ হাতে খেতে পারে
ভেঙে ডালের বড়া।
না দিলে কেউ ক্যান্ডি বা জুস
ছুঁড়তে পারে আড়ি,
গাছ খেলে ছাগ ঝাড়তে পারে
পিঠের উপর বাড়ি।
গড়তে পারে ধুল দিয়ে আজ
হরেক তালের খেলা,
হাঁস ঘরে সব তুলতে পারে
নামলে পাটে বেলা।
====================@@@
সেই যে ছিলো ছোট্ট আলিফ
অনেকটাই আজ বড়,
ট্রাক দিয়ে সে বাটুল বয়ে
করতে পারে জড়ো।
পা দিয়ে বল খেলতে পারে
কাটতে পারে ছড়া,
ভাত নিজ হাতে খেতে পারে
ভেঙে ডালের বড়া।
না দিলে কেউ ক্যান্ডি বা জুস
ছুঁড়তে পারে আড়ি,
গাছ খেলে ছাগ ঝাড়তে পারে
পিঠের উপর বাড়ি।
গড়তে পারে ধুল দিয়ে আজ
হরেক তালের খেলা,
হাঁস ঘরে সব তুলতে পারে
নামলে পাটে বেলা।
মন্তব্যসমূহ
-
শুভজিৎ বিশ্বাস ১৬/০৮/২০২২বাহ্
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৮/২০২২সুন্দর লিখেছেন।
-
অভিজিৎ হালদার ১৫/০৮/২০২২বেশ ছড়াময় কবিতা
-
ফয়জুল মহী ১৫/০৮/২০২২বাঃ চমৎকার।