রুবাইয়াত-ই-বোরহান (কলজে পচা গন্ধ ও গিট্টু)
রুবাইয়াত-ই-বোরহান
(কলজে পচা গন্ধ ও গিট্টু)
===========================@@@
(১) কলজে পচা গন্ধ
কলজে পচা গন্ধ এলে শুনবে করি কি উপায়?
বন্ধক রেখে দম রাখা বাক ঢাকতে কিনি ঘুটের ছাই।
তবু যদি রক্ষা না হয় ভাবছো বুঝি রই থেমে?
শা’র দেয়া যা মজ্জা বেচে আতর পথে ঢের ছিটাই।
(২) গিট্টু
গিট্টু ফেলে আপন বুকে কাঁদলে হৃদয় ঘোর দ্বারে,
গিট্টু মারো তার সাথে শা’র ঝরছে যা জল সংহারে।
গিট্টু বিনে প্রাণ প্রাণ-ই নয়! ভাবলে পাবে বোধে ছেঁচে,
গিট্টু নিয়েই চলছে খেলা নিত্য যা এই সংসারে।
শা’ > বিধাতা অর্থে।
(কলজে পচা গন্ধ ও গিট্টু)
===========================@@@
(১) কলজে পচা গন্ধ
কলজে পচা গন্ধ এলে শুনবে করি কি উপায়?
বন্ধক রেখে দম রাখা বাক ঢাকতে কিনি ঘুটের ছাই।
তবু যদি রক্ষা না হয় ভাবছো বুঝি রই থেমে?
শা’র দেয়া যা মজ্জা বেচে আতর পথে ঢের ছিটাই।
(২) গিট্টু
গিট্টু ফেলে আপন বুকে কাঁদলে হৃদয় ঘোর দ্বারে,
গিট্টু মারো তার সাথে শা’র ঝরছে যা জল সংহারে।
গিট্টু বিনে প্রাণ প্রাণ-ই নয়! ভাবলে পাবে বোধে ছেঁচে,
গিট্টু নিয়েই চলছে খেলা নিত্য যা এই সংসারে।
শা’ > বিধাতা অর্থে।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৮/২০২৩অভিনবত্বে চমৎকার
-
পরিতোষ ভৌমিক ২ ২০/০৬/২০২৩দুটোই কিন্তু বেশ ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২৩সুন্দর কথন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২৩চমৎকার লিখেছেন।