www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুবাইয়াত-ই-বোরহান (দুই জোড়া)

রুবাইয়াত-ই-বোরহান
(চাইলেও কি পারি! বললে জেনো!
দোষ খুঁজো না! ও আর কি পারি!)
============================@@@

(১) চাইলেও কি পারি!

যার সু-নজর স্বপ্ন রচে ইল্লিয়্যিনের শুক হয়ে,
তার কাছে শির তুলতে পারে ধরার মোহ ভুখ হয়ে?
সেই দু’আঁখিই সখীর ছিলো ডাকতো আমায় রোজ সখা,
চাইলে কি ভাই মরতে পারি আমি কারো দুখ হয়ে!

(২) বললে জেনো!

’ক্রোধ মেরে বোধ’ যতোই সাজুক বুকের ঘরে সুর স্বামী,
চায় না কে এই ধরার মাঝে মূল্যে হতে বেশ দামী?
বললে জেনো ‘তুমি কি সেই আঁকছো পথের রূপ রেখা?’
হৃদের দরে হৃদ কিনি ভাই তারচে’ বোকা ঢের আমি!

(৩) দোষ খুঁজো না!

’ফেরেশতাদের হয় না পতন রয় না ওরা নিদ ভ্রমে,
দোষ ও গুণে মানব জাতি প্রকাশ যা পায় বাক দমে।’
বইলে এ’ সার আলোচনায় বলবো না কেউ রও দূরে,
দোষ খুঁজো না মৃত লোকের তোমরা ও ভাই ভুলক্রমে!

(৪) আর কি পারি!

দিলোই যদি গানের মায়া এই হৃদয়ে রোজ মাখি,
ক্যান গো গেলো গহীন বনে শ্যামল বাটের সেই পাখি?
আজ এ’ মনে প্রজাপতি দিলেও এসে রঙ ঢেলে,
আর কি পারি সুখের আশে মেলতে ক্ষণিক দুই আঁখি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast