বিশ্বস্ততা ও সততার পুরস্কার
বিশ্বস্ততা ও সততার পুরস্কার
====================@@@
একটা ফুল কতো?
দশ টাকা!
আট টাকায় হয় না?
এভাবে বেচলে বাজান খরচ উঠে কিন্তু সংসার চলে না!
এই তো একটু আগে
জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো!
আচ্ছা ঠিক আছে দশ টাকাই নেন!
আমি কি আপনাকে কিছু খাওয়াতে পারি?
কেন?
এই যে যত্ন করে বললেন -
’একটু আগে জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো’
সত্য বলার পুরস্কার।
তাইলে আপনীও বাজান আমার কাছে থেকে এক কাপ চা খাইয়েন!
কেন?
আমার কথাটা যে দ্বিধাহীনে বিশ্বাস করেছেন, এই জন্য!
শুনেছি পুরস্কার নাকি অনেকটাই উৎসাহের ধারক ও বাহক!
আসুন না -
উদার চিত্তে সকলে হস্ত প্রসারিত করি!
যদি তাতে বিশ্বস্ততা ও সততার পুরস্কারে সমগ্র সমাজটাই যদি ভরে উঠে
উপকার হোক বা না হোক
ক্ষতি তো আর হচ্ছে না!
====================@@@
একটা ফুল কতো?
দশ টাকা!
আট টাকায় হয় না?
এভাবে বেচলে বাজান খরচ উঠে কিন্তু সংসার চলে না!
এই তো একটু আগে
জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো!
আচ্ছা ঠিক আছে দশ টাকাই নেন!
আমি কি আপনাকে কিছু খাওয়াতে পারি?
কেন?
এই যে যত্ন করে বললেন -
’একটু আগে জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো’
সত্য বলার পুরস্কার।
তাইলে আপনীও বাজান আমার কাছে থেকে এক কাপ চা খাইয়েন!
কেন?
আমার কথাটা যে দ্বিধাহীনে বিশ্বাস করেছেন, এই জন্য!
শুনেছি পুরস্কার নাকি অনেকটাই উৎসাহের ধারক ও বাহক!
আসুন না -
উদার চিত্তে সকলে হস্ত প্রসারিত করি!
যদি তাতে বিশ্বস্ততা ও সততার পুরস্কারে সমগ্র সমাজটাই যদি ভরে উঠে
উপকার হোক বা না হোক
ক্ষতি তো আর হচ্ছে না!
Best wishes