পরচর্চা (ট্রায়োলেট)
পরচর্চা (ট্রায়োলেট)
====================@@@
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
বরং রবে ভাবনা জুড়ে ‘করছি যা সব বেশ’,
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ।
কর্ম যদি অন্তরে তার গড়েও ভুলের দেশ,
ফের তবু সে খুলবে চুপে অন্ধ আশার দ্বার।
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
====================@@@
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
বরং রবে ভাবনা জুড়ে ‘করছি যা সব বেশ’,
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ।
কর্ম যদি অন্তরে তার গড়েও ভুলের দেশ,
ফের তবু সে খুলবে চুপে অন্ধ আশার দ্বার।
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
মুগ্ধতায় ছুঁয়ে গেল মন।