প্রকৃতির নতুন সাজে
প্রকৃতির নতুন সাজে
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
বোল এসেছে আমের গাছে
ডাকছে খোশে কাক,
মধুর লোভে মৌমাছিরা
বাঁধছে শাখে চাক।
বাগ বাগিচায় নানান রঙে
ফুটছে বলে ফুল,
পিউ পাপিয়া আত্মহারা
বুলবুলি মশগুল।
শস্য ক্ষেতে উড়ছে মশক
গন্ধে হয়ে চুর,
তাই বুঝি আজ দখিন হাওয়া
করতেছে ঘুর ঘুর।
ভর দিনমান রোদের ঝলক
কাড়ছে দেখে হিম,
ছাগ গরু মোষ গাছের ছায়ে
পাড়ছে শুয়ে ঝিম।
পাক প্রকৃতির এমন রূপে
জাগছে যখন প্রাণ,
মন কোকিলা আসছে ছুটে
গাইতে মধুর গান।
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
বোল এসেছে আমের গাছে
ডাকছে খোশে কাক,
মধুর লোভে মৌমাছিরা
বাঁধছে শাখে চাক।
বাগ বাগিচায় নানান রঙে
ফুটছে বলে ফুল,
পিউ পাপিয়া আত্মহারা
বুলবুলি মশগুল।
শস্য ক্ষেতে উড়ছে মশক
গন্ধে হয়ে চুর,
তাই বুঝি আজ দখিন হাওয়া
করতেছে ঘুর ঘুর।
ভর দিনমান রোদের ঝলক
কাড়ছে দেখে হিম,
ছাগ গরু মোষ গাছের ছায়ে
পাড়ছে শুয়ে ঝিম।
পাক প্রকৃতির এমন রূপে
জাগছে যখন প্রাণ,
মন কোকিলা আসছে ছুটে
গাইতে মধুর গান।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০২/২০২১খুব সুন্দর রচনা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০২/২০২১দারুণ
-
ফয়জুল মহী ১৭/০২/২০২১অসামান্য রচনাশৈলী। পাঠে মুগ্ধ হলাম I
-
আলমগীর সরকার লিটন ১৭/০২/২০২১খুব সুন্দর
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৭/০২/২০২১মনোমুগ্ধকর