প্রেমের জল
প্রেমের জল
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
ভাবলে কভু দুঃখী আমায়
বলবো না তা একটু তোমার ভুল,
কিংবা যদি মন্দ বলো
কষ্ট তবু নড়বো না এক চুল।
ভালোর পিঠেই মন্দ ঘুরে
বিশ্বাসে মন বাঁন্ধে যদি বল,
এই কথাও অন্তে রেখো
প্রেম যদি বয় ঝরবে সেথা জল।।
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
ভাবলে কভু দুঃখী আমায়
বলবো না তা একটু তোমার ভুল,
কিংবা যদি মন্দ বলো
কষ্ট তবু নড়বো না এক চুল।
ভালোর পিঠেই মন্দ ঘুরে
বিশ্বাসে মন বাঁন্ধে যদি বল,
এই কথাও অন্তে রেখো
প্রেম যদি বয় ঝরবে সেথা জল।।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২০/০১/২০২১অসাধারণ লেখনী
-
আলমগীর সরকার লিটন ১৯/০১/২০২১চমৎকার কবি দা
-
পি পি আলী আকবর ১৯/০১/২০২১ভালো
-
ফয়জুল মহী ১৮/০১/২০২১বেশ চমৎকার ভাবনা
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০১/২০২১ভাল। লাগল।
-
আখলাক হুসাইন ১৮/০১/২০২১সুন্দর