পচা দাদুর ব্যথা
পচা দাদুর ব্যথা
======================@@@
পচা দাদু বসে আছে খুব ভারী মনটা,
ডেকে বলি ও দাদু গো কে বাজালো ঘণ্টা?
শুনে গেলো ঢের রেগে রূপে হলো বোল্লা,
বলে আমি মেলেছি কি জিলেপি বা গোল্লা!
তবু বলি ফুঁসো না তো মাথা রাখো ঠাণ্ডা,
আজো বুঝি হাঁস দিছে শুধু এক আণ্ডা?
ওরে বাবা! উঠে বলে সাধে কি রে কাঁন্দি,
দাদী তোর ভাজছে তা ন্যাড়া করে চাঁন্দি!
======================@@@
পচা দাদু বসে আছে খুব ভারী মনটা,
ডেকে বলি ও দাদু গো কে বাজালো ঘণ্টা?
শুনে গেলো ঢের রেগে রূপে হলো বোল্লা,
বলে আমি মেলেছি কি জিলেপি বা গোল্লা!
তবু বলি ফুঁসো না তো মাথা রাখো ঠাণ্ডা,
আজো বুঝি হাঁস দিছে শুধু এক আণ্ডা?
ওরে বাবা! উঠে বলে সাধে কি রে কাঁন্দি,
দাদী তোর ভাজছে তা ন্যাড়া করে চাঁন্দি!
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/১২/২০২২অপূর্ব প্রকাশ মুগ্ধ হলাম পাঠে
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/১২/২০২২সুন্দর লিখেছেন।
-
রাবেয়া মৌসুমী ০৪/১২/২০২২বাহ ...............
-
আলমগীর সরকার লিটন ০৪/১২/২০২২পচা দাদুর অন্তমিল সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/১২/২০২২দারুণ