পাল্টা প্রশ্ন
পাল্টা প্রশ্ন
====================@@@
ওই পাড়ার এক বৃদ্ধ দাদু
মাথায় ধরে ছাতি,
বললো হেসে বলতো ছোটু
লম্বা কতো হাতি?
লাল বরণের দুষ্টু ঘোড়া
লেজ কি দুলায় পাছে?
উঠতে পারে বাঁদর কি রোজ
সকাল বিকাল গাছে?
কিচ্ছুটি নেই ভাব না যতোই
জানি তোদের বাড়ি!
ছোটু শুধায় কও তো কেমন
খেজুর রসের হাঁড়ি?
বর্ষাকালে ওই গাঁয়ে কি
শাপলা শালুক ফুটে?
রেলগাড়ি কি ঝম ঝমা ঝম
বিলের ধারে ছুটে?
মস্ত কথার বেশ তো গরব
চাচ্ছ দিতে ফাঁকি,
ঘুম থেকে কি খুব সকালে
মোরগ তুলে ডাকি?
====================@@@
ওই পাড়ার এক বৃদ্ধ দাদু
মাথায় ধরে ছাতি,
বললো হেসে বলতো ছোটু
লম্বা কতো হাতি?
লাল বরণের দুষ্টু ঘোড়া
লেজ কি দুলায় পাছে?
উঠতে পারে বাঁদর কি রোজ
সকাল বিকাল গাছে?
কিচ্ছুটি নেই ভাব না যতোই
জানি তোদের বাড়ি!
ছোটু শুধায় কও তো কেমন
খেজুর রসের হাঁড়ি?
বর্ষাকালে ওই গাঁয়ে কি
শাপলা শালুক ফুটে?
রেলগাড়ি কি ঝম ঝমা ঝম
বিলের ধারে ছুটে?
মস্ত কথার বেশ তো গরব
চাচ্ছ দিতে ফাঁকি,
ঘুম থেকে কি খুব সকালে
মোরগ তুলে ডাকি?
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/১১/২০২২বেশ।
-
সাইয়িদ রফিকুল হক ২০/১১/২০২২ভাল।
-
আলমগীর সরকার লিটন ২০/১১/২০২২বেশ ছন্দময়
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০২২ভাল লাগল।
-
ফয়জুল মহী ১৮/১১/২০২২অনবদ্য কথামালায় বিমুগ্ধ হলাম।