পাগলা ভোলা রে (গীতিকাব্য)
পাগলা ভোলা রে!
====================@@@
পাগলা ভোলা রে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
হোঁচট খেলে ধরবে না কেউ
বলবে শুধু আহা রে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
মধুর সুরে যাচে যারা
মসলা মাখা বেল,
তারাই দেখায় লোকের ভিড়ে
ভানুমতির খেল।
ফোকলা আদু বিলায় হাসি
মিষ্টি পানের বাহারে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
গান গেয়ে কেউ জমায় আসর
ফেলতে চোখের জল,
বেচতে রে কেউ কাগজের ফুল
কতোই করে ছল।
পরের পকেট দেয় আধি ফের
আঁতেল বসে সাদরে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
====================@@@
পাগলা ভোলা রে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
হোঁচট খেলে ধরবে না কেউ
বলবে শুধু আহা রে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
মধুর সুরে যাচে যারা
মসলা মাখা বেল,
তারাই দেখায় লোকের ভিড়ে
ভানুমতির খেল।
ফোকলা আদু বিলায় হাসি
মিষ্টি পানের বাহারে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
গান গেয়ে কেউ জমায় আসর
ফেলতে চোখের জল,
বেচতে রে কেউ কাগজের ফুল
কতোই করে ছল।
পরের পকেট দেয় আধি ফের
আঁতেল বসে সাদরে -
যাস্ নে তুই ওই রঙের বাজারে!
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৮/১০/২০২২বেশ
-
ফয়জুল মহী ০৭/১০/২০২২অসাধারণ প্রকাশ।
-
শ.ম. শহীদ ০৬/১০/২০২২চমৎকার লিখেছেন সম্মানিত সুহৃদ কবি।