ওরা ছয়জন ও আব্দুল গণি
ওরা ছয়জন ও আব্দুল গণি
=========================@@@
’সহজেই জয় ছিনিয়ে আনতে পারবো’ ভেবে
ওরা ছয়জন একদিন যুদ্ধের তরে বাজায় রণভেরী,
শুনে হাসে আব্দুল গণি আর বলে মনে মনে
ঘুমাই তো আমি গাছতলে একা, জেনেও করিস কেন
তোরা এতো দেরী!
শক্তিধর হতে ওরা খুলে সংঘ প্রচুর করে ব্যয়
কিনে রকমারি অস্ত্র ঢের বারুদের গোলা,
আব্দুল গণি নিশ্চিন্তে আকাশ দ্যাখে
যতক্ষণ দু’অক্ষি তার থাকে নির্ঘুম খোলা।
রত্ন ধনের ভাণ্ডার খোয়ে ওরা
নিজেদেরই ক্ষয়ে ক্ষয়ে তৈরী করে অন্ধকূপ
দিবে ভেবে ফাঁসি,
বিশ্বাসের স্কন্ধে চড়ে এক ধ্যানে চলে আব্দুল গণি
মলিন হয় না তার বদন থেকে
ক্ষণকাল জ্যোতির্ময় হাসি।
নানা আয়োজন, যোজন-বিয়োজন-এর মধ্য দিয়ে
অবশেষে আসলে সেই অন্তিম কাল,
স্বেচ্ছায় পরাজয় বরণ করে ওরাই ছয়জন
যখন বুঝতে পারে আব্দুল গণি সর্বস্ব সঁপেছে অন্তর্যামীকে
নেই তার কাছে আর গনিমতের তরে মাল।
=========================@@@
’সহজেই জয় ছিনিয়ে আনতে পারবো’ ভেবে
ওরা ছয়জন একদিন যুদ্ধের তরে বাজায় রণভেরী,
শুনে হাসে আব্দুল গণি আর বলে মনে মনে
ঘুমাই তো আমি গাছতলে একা, জেনেও করিস কেন
তোরা এতো দেরী!
শক্তিধর হতে ওরা খুলে সংঘ প্রচুর করে ব্যয়
কিনে রকমারি অস্ত্র ঢের বারুদের গোলা,
আব্দুল গণি নিশ্চিন্তে আকাশ দ্যাখে
যতক্ষণ দু’অক্ষি তার থাকে নির্ঘুম খোলা।
রত্ন ধনের ভাণ্ডার খোয়ে ওরা
নিজেদেরই ক্ষয়ে ক্ষয়ে তৈরী করে অন্ধকূপ
দিবে ভেবে ফাঁসি,
বিশ্বাসের স্কন্ধে চড়ে এক ধ্যানে চলে আব্দুল গণি
মলিন হয় না তার বদন থেকে
ক্ষণকাল জ্যোতির্ময় হাসি।
নানা আয়োজন, যোজন-বিয়োজন-এর মধ্য দিয়ে
অবশেষে আসলে সেই অন্তিম কাল,
স্বেচ্ছায় পরাজয় বরণ করে ওরাই ছয়জন
যখন বুঝতে পারে আব্দুল গণি সর্বস্ব সঁপেছে অন্তর্যামীকে
নেই তার কাছে আর গনিমতের তরে মাল।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১১/২০২২সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ০৪/১০/২০২২অসাধারণ