নুুসির পুষি
নুসির পুষি
=====================@@@
নুসির পুষি দুষ্টু অতি
খামচে ধরে হাত,
সুযোগ পেলেই খায় চেটে দুধ
রেখে থালার ভাত।
ঘাপটি মেরে ঘুমায় খাটে
তেরছা রেখে কান,
চোখ খুলে না যতোই বাজাক
নেংটি ইঁদুর গান।
ভীষণ নরম তুল তুলে গা
কালচে মাথার কেশ,
লাফ-ঝাঁপে নয় কম সে পটু
আলসে তবে বেশ।
=====================@@@
নুসির পুষি দুষ্টু অতি
খামচে ধরে হাত,
সুযোগ পেলেই খায় চেটে দুধ
রেখে থালার ভাত।
ঘাপটি মেরে ঘুমায় খাটে
তেরছা রেখে কান,
চোখ খুলে না যতোই বাজাক
নেংটি ইঁদুর গান।
ভীষণ নরম তুল তুলে গা
কালচে মাথার কেশ,
লাফ-ঝাঁপে নয় কম সে পটু
আলসে তবে বেশ।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২৩সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০২/২০২৩ভালোই
-
ফয়জুল মহী ১৮/০২/২০২৩খুব চমৎকার