নয়কো জীবন
নয়কো জীবন?
বোরহানুল ইসলাম লিটন
=====================
মানব জীবন নাকি সুখ দুখে গড়া,
যেমন বরষা শেষে প্রকৃতির খরা।
রাতের অন্তে জাগা আলোকের দিন,
বাদল ধারায় শোধা রুক্ষের ঋণ।
জীবনে যখন দেয় এই দুয়ে সাড়া,
বিবেক যদি তা বলে নিয়তির ধারা,
এলো না জীবনে যার পালা ক্রম ক্ষণ,
ভাগ্যহীনে কি তার নয়কো জীবন?
বোরহানুল ইসলাম লিটন
=====================
মানব জীবন নাকি সুখ দুখে গড়া,
যেমন বরষা শেষে প্রকৃতির খরা।
রাতের অন্তে জাগা আলোকের দিন,
বাদল ধারায় শোধা রুক্ষের ঋণ।
জীবনে যখন দেয় এই দুয়ে সাড়া,
বিবেক যদি তা বলে নিয়তির ধারা,
এলো না জীবনে যার পালা ক্রম ক্ষণ,
ভাগ্যহীনে কি তার নয়কো জীবন?
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৯/২০২০Beautiful.
-
ফয়জুল মহী ০২/০৯/২০২০মনোলোভা কথার চয়ন।
-
কে. পাল ০২/০৯/২০২০Valo
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৯/২০২০ভালো লাগা রইলো।
-
জানবক্স খান ০১/০৯/২০২০দারুন উপলব্দি।