নয় এ মিছা
নয় এ মিছা!
======================@@@
মানছি তুমি খুব খাসা লোক
আচরণে খাঁটি,
বলবো তবু সু-কাজ দিয়েই
জীবন পরিপাটি।
বোধ সঁপে খুব নিরজনে
ভাবলে পাবে তবে,
পর হিতে যে আয়ুর ধারা
থাকেই টিকে ভবে।
নিত্য করো হোক ছোট কাজ
সাধ্য মতো ভালো,
নয় এ মিছা আঁধার গোরে
ওরাই জ্বালে আলো।
======================@@@
মানছি তুমি খুব খাসা লোক
আচরণে খাঁটি,
বলবো তবু সু-কাজ দিয়েই
জীবন পরিপাটি।
বোধ সঁপে খুব নিরজনে
ভাবলে পাবে তবে,
পর হিতে যে আয়ুর ধারা
থাকেই টিকে ভবে।
নিত্য করো হোক ছোট কাজ
সাধ্য মতো ভালো,
নয় এ মিছা আঁধার গোরে
ওরাই জ্বালে আলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০১/০৫/২০২৪বেশ সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৪/২০২৪ভালো পরামর্শমূলক কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৪/২০২৪বিউটিফুল
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২৪অসামান্য অনুভূতির প্রকাশ। ভীষণ ভালো লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০৪/২০২৪সুন্দর