নশ্বর খানদান (লিমেরিক)
নশ্বর খানদান (লিমেরিক)
বোরহানুল ইসলাম লিটন
======================@@@
কাগজের ফুল রাখতে কিনে স্বর্ণে গড়া ফুলদানি,
রং করা সুখ গড়তে টেনে শঠ ছলনার তেল ঘানি,
স্বার্থতে ক্ষণ সঙ্গী করে
রাত দিবসে স্বপ্ন গড়ে
ক্যান দু’চোখে অশ্রু ভরে ছাড়ছো সুখের খানদানী?
বোরহানুল ইসলাম লিটন
======================@@@
কাগজের ফুল রাখতে কিনে স্বর্ণে গড়া ফুলদানি,
রং করা সুখ গড়তে টেনে শঠ ছলনার তেল ঘানি,
স্বার্থতে ক্ষণ সঙ্গী করে
রাত দিবসে স্বপ্ন গড়ে
ক্যান দু’চোখে অশ্রু ভরে ছাড়ছো সুখের খানদানী?
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩০/১০/২০২০অতি সুন্দর। শুভেচ্ছা রইলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/১০/২০২০This is reality. Thanks
-
আব্দুর রহমান আনসারী ৩০/১০/২০২০অপূর্ব
-
কুমারেশ সরদার ৩০/১০/২০২০বাহ্!
-
ফয়জুল মহী ৩০/১০/২০২০শৈল্পিকতায় উপভোগ্য লেখনী ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১০/২০২০খুবই ভালো।