টুকরো কথা (নবায়নকৃত শান্তনা)
টুকরো কথা (নবায়নকৃত শান্তনা)
==========================@@@
’প্রতিবন্ধকতাগুলো -
মাঘের শীত রূপে হাড় নিয়ে খেললে কিংবা
মেরু অঞ্চলীয় বল্গা হরিণের মতো
ক্রোধে-বোধে হয়ে উঠলে দুরন্ত
তবুও নির্বাক রবো না ক্ষণকাল -
যদি বুঝতে পারি
সমব্যথী হতে
কাঁধে তুলে নিবেই ওরা অবশেষে স্লেজ গাড়ি!’
প্রতিটি প্রাণের ধারে -
সবচে’ বেশী বার এটি নবায়নকৃত শান্তনা।
==========================@@@
’প্রতিবন্ধকতাগুলো -
মাঘের শীত রূপে হাড় নিয়ে খেললে কিংবা
মেরু অঞ্চলীয় বল্গা হরিণের মতো
ক্রোধে-বোধে হয়ে উঠলে দুরন্ত
তবুও নির্বাক রবো না ক্ষণকাল -
যদি বুঝতে পারি
সমব্যথী হতে
কাঁধে তুলে নিবেই ওরা অবশেষে স্লেজ গাড়ি!’
প্রতিটি প্রাণের ধারে -
সবচে’ বেশী বার এটি নবায়নকৃত শান্তনা।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৪/০২/২০২৪বাহ সুন্দর কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০২/২০২৪খুব সুন্দর ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২৪বেশ
-
ফয়জুল মহী ০২/০২/২০২৪অসামান্য লেখনশৈলী কবি