নিশুতির ট্রেন
নিশুতির ট্রেন!
======================@@@
নিশুতির ট্রেন!
যে পথ তোমাতে দামি
সেখানেই যাবো আমি
চেয়েছিনু) হোক যত দূর -
বলো তো নামিয়ে গেলে
কোন মধুপুর!
এখানে আঁধার কত
বাড়ছে যা অবিরত
প্ল্যাটফর্ম) হয় কি এহেন?
নিশুতির ট্রেন!
আমি যে দাঁড়িয়ে একা
কারোরই মিলে না দেখা
কোথায় সে’) আজানের সুর?
বলো তো নামিয়ে গেলে
কোন মধুপুর!
======================@@@
নিশুতির ট্রেন!
যে পথ তোমাতে দামি
সেখানেই যাবো আমি
চেয়েছিনু) হোক যত দূর -
বলো তো নামিয়ে গেলে
কোন মধুপুর!
এখানে আঁধার কত
বাড়ছে যা অবিরত
প্ল্যাটফর্ম) হয় কি এহেন?
নিশুতির ট্রেন!
আমি যে দাঁড়িয়ে একা
কারোরই মিলে না দেখা
কোথায় সে’) আজানের সুর?
বলো তো নামিয়ে গেলে
কোন মধুপুর!
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১১/১০/২০২৩ভীষণ ভালো লাগলো
-
অভিজিৎ হালদার ১১/১০/২০২৩ভালো ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১০/২০২৩নাইস
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০২৩চমৎকার
-
আলমগীর সরকার লিটন ০৮/১০/২০২৩বাহ চমৎকার এক অনুভব
-
আব্দুর রহমান আনসারী ০৭/১০/২০২৩অনুপম
-
ফয়জুল মহী ০৭/১০/২০২৩নান্দনিক উপস্থাপন। অজস্র শুভেচ্ছা ও শুভকামনা