www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীড় হারা পাখি

নীড় হারা পাখি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

বৃক্ষ শাখায় বসে নীড় হারা পাখি
বিষাদে মোড়ানো তার পাংশুটে মুখ,
বিরহ কাতরে দুটি ছল ছল আঁখি
হরেছে স্বরটা বুঝি পাষাণের বুক।

নিশীথে নিঠুরে উঠে বোশেখের ঝড়
নিয়েছে সকলি তার আপনার কেড়ে,
সুখের ভুবন তাতে হয়ে গেলে পর
তা দেখে হতাশে গেছে নিয়তিও ছেড়ে।

হায়রে অভাগা তোর জীবনের সুখ
কচুর পাতায় যেন এক ফোটা জল,
যদি তা শিশির দেয় দেখে তোর দুখ
কাড়তে তপন যেন কতো করে ছল।

দুখেরা অভাগা মনে যদি করে খেলা,
গড়ানো যায় কি কভু পথ চেয়ে বেলা!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০২০

মন্তব্যসমূহ

  • ভালো
  • Good
  • সুন্দর। ধন্যবাদ।
  • ভা ল।
  • ফয়জুল মহী ০৮/১২/২০২০
    Wonderful pome
  • সুন্দর।
 
Quantcast