মানের রেশ
মানের রেশ
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?
বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?
দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@
আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?
বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?
দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??
পাঠে তৃপ্ত হলাম কবি।