www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মস্ত বড় ভুল

মস্ত বড় ভুল!
======================@@@

হঠাৎ করেই ভাবলো সে’ এক বাঘ -
ডাক দিলে হুম হালুম বলে
কত্তো পালায় নাগ,
যাদের বাঁচে প্রাণ -
দেয় কি ওরা মূল্য ক্ষণিক
কিঞ্চিতও সম্মান!

ইচ্ছে হলেও আর দিবো না ডাক -
ঘুরবো একা এ’ বন ও’ বন
নিম্নে রেখে নাক,
ভাবুক দেখে সবে -
’কোন গ্রহের এ’ আজব প্রাণী
জুটলো এসে কবে!’

চলছে যখন এক সাঁঝে ধাপ মেপে -
লাফ দিয়ে এক নেড়ি ছাগল
ধরলো গলা চেপে,
বুঝলো তখন ভুল -
’ না র’লে গায় আপন স্বভাব
কেউ খুঁজে না কুল!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast