মনুষ্যত্বই শ্রেষ্ঠ
মনুষ্যত্বই শ্রেষ্ঠ
==========================@@@
হংসের মতো নিরীহ রয়ে বাঁচতে চেয়েছিলো
পারেনি,
সাঁঝ না নামতেই-
তাতার হয়ে উঠতো ক্ষুধার্ত শিয়ালের দল।
যখন-
ছাগল হলো চারণে,
ব্রিটিশ বেনিয়া সেজে সোহাগের ছলনে
বাণিজ্য করতে লাগলো শান্ত শরীরে অহরহ জোঁক।
দ্রুতগামী হরিণকেও ক্ষণকাল স্বস্তি দেয়নি
খাজনা আদায়ের তাড়নে ছুটে আসা
বর্গীরূপী কুমির।
শান্ত
পরিশ্রান্ত
ব্যাঘ্রের মতোও চায় না আর একনায়কতন্ত্রের সিংহাসন।
হে পৃথিবী!
বলতে পারো
কেনেই সে হলো না যেচে মনুষ্যত্বের পূজারী?
একমাত্র মানুষই কি পারে না করতে-
সকল হিংস্রতাকে পরাস্ত?
==========================@@@
হংসের মতো নিরীহ রয়ে বাঁচতে চেয়েছিলো
পারেনি,
সাঁঝ না নামতেই-
তাতার হয়ে উঠতো ক্ষুধার্ত শিয়ালের দল।
যখন-
ছাগল হলো চারণে,
ব্রিটিশ বেনিয়া সেজে সোহাগের ছলনে
বাণিজ্য করতে লাগলো শান্ত শরীরে অহরহ জোঁক।
দ্রুতগামী হরিণকেও ক্ষণকাল স্বস্তি দেয়নি
খাজনা আদায়ের তাড়নে ছুটে আসা
বর্গীরূপী কুমির।
শান্ত
পরিশ্রান্ত
ব্যাঘ্রের মতোও চায় না আর একনায়কতন্ত্রের সিংহাসন।
হে পৃথিবী!
বলতে পারো
কেনেই সে হলো না যেচে মনুষ্যত্বের পূজারী?
একমাত্র মানুষই কি পারে না করতে-
সকল হিংস্রতাকে পরাস্ত?
মন্তব্যসমূহ
-
রেজুয়ান আহমেদ রোহান ১৪/১১/২০২৪সুন্দর...
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৮/২০২৪তাই তো।
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২৪নান্দনিক হৃদয় ছোঁয়া লেখনী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৮/২০২৪অনন্যা