মোনাজাত
মোনাজাত
====================@@@
দু’ফোঁটা অশ্রু তোমারে দিলাম
হে রহিম রহমান,
ফিরাইওনা আজি শীর্ণ দু’হাত
রেখো না গো অভিমান।
কতো লোক শুয়ে আন্ধার গোরে
বুঝি বড় অসহায়,
অনুগত মেনে ঠাঁই দাও প্রভু
পবিত্র চরণায়।
দুনিয়ার পথে চলতে যা পাপ
করেছিলো ভাঁড়ে জমা,
শুধু গুনে ভরা নামের শানেই
করে দাও তুমি ক্ষমা।
সকলের হৃদে স্বর্গের সুখ
কৃপায় করো গো দান,
তুমি বিনে আর কে আছে দু’কূলে
যে বা চির সুমহান!!
====================@@@
দু’ফোঁটা অশ্রু তোমারে দিলাম
হে রহিম রহমান,
ফিরাইওনা আজি শীর্ণ দু’হাত
রেখো না গো অভিমান।
কতো লোক শুয়ে আন্ধার গোরে
বুঝি বড় অসহায়,
অনুগত মেনে ঠাঁই দাও প্রভু
পবিত্র চরণায়।
দুনিয়ার পথে চলতে যা পাপ
করেছিলো ভাঁড়ে জমা,
শুধু গুনে ভরা নামের শানেই
করে দাও তুমি ক্ষমা।
সকলের হৃদে স্বর্গের সুখ
কৃপায় করো গো দান,
তুমি বিনে আর কে আছে দু’কূলে
যে বা চির সুমহান!!
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৭/২০২২সুন্দর লিখেছেন।
-
আমিনুল ইসলাম সৈকত ২৩/০৭/২০২২শুভকামনা
-
মোঃজাকিরুল চৌধুরী ২০/০৭/২০২২শুভকামনা
-
সিবগাতুর রহমান ১৮/০৭/২০২২আমিন সুম্মা আমিন। আবেগঘন কণ্ঠে পড়েছি। শুভকামনা রইলো কবি।
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২২অসাধারণ লিখেছেন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৭/২০২২আল্লাহ মেহেরবান ক্ষমাশীল।