www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন ভালো নেই

মন ভালো নেই
====================@@@

আজ গিয়ে সেই উদাস বনে
যেই মেলেছি আঁখি,
’খবর কি হে!’ শুধায় ডেকে
হলুদ বরন পাখি।

বলনু আমার মন ভালো নেই
বড্ড আকাশ নীল,
উড়ছে না আর নীরদ দেখে
ক্ষণিক আশায় চিল!

বললো তবে ফেলছে কি ঘাম
প্রখর রোদে ক্ষিতি?
তা হবে ক্যান বলনু শুধু
বাও ভুলেছে গীতি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast