মন ভালো নেই
মন ভালো নেই
====================@@@
আজ গিয়ে সেই উদাস বনে
যেই মেলেছি আঁখি,
’খবর কি হে!’ শুধায় ডেকে
হলুদ বরন পাখি।
বলনু আমার মন ভালো নেই
বড্ড আকাশ নীল,
উড়ছে না আর নীরদ দেখে
ক্ষণিক আশায় চিল!
বললো তবে ফেলছে কি ঘাম
প্রখর রোদে ক্ষিতি?
তা হবে ক্যান বলনু শুধু
বাও ভুলেছে গীতি!
====================@@@
আজ গিয়ে সেই উদাস বনে
যেই মেলেছি আঁখি,
’খবর কি হে!’ শুধায় ডেকে
হলুদ বরন পাখি।
বলনু আমার মন ভালো নেই
বড্ড আকাশ নীল,
উড়ছে না আর নীরদ দেখে
ক্ষণিক আশায় চিল!
বললো তবে ফেলছে কি ঘাম
প্রখর রোদে ক্ষিতি?
তা হবে ক্যান বলনু শুধু
বাও ভুলেছে গীতি!
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/১১/২০২২সুন্দর প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১১/২০২২নাইস
-
সাইয়িদ রফিকুল হক ১২/১১/২০২২সুন্দর!
-
রাবেয়া মৌসুমী ১২/১১/২০২২ভাব খানা সুন্দর হে কবি।
-
ফয়জুল মহী ১২/১১/২০২২অনবদ্য লেখনী
-
শ.ম. শহীদ ১১/১১/২০২২সুন্দর লিখেছেন সম্মানিত কবি।