ম-ধ্য-বি-ত্ত
ম-ধ্য-বি-ত্ত
======================@@@
এই যে বলি ও’ যদু
ব্যাগ ধরে কষে -
আজও আছো বসে?
তারচেয়ে লাগবে যা
কিনে তাড়াতাড়ি -
ফিরো দেখি বাড়ি!
বলি কি দোকানি ভাই
ভালো আছে দেল -
কতো চলে তেল?
বুঝে গেছি ব্যপারটা -
চাল ডাল চিনি আটা
আছে চারাগাছ,
সবজির সম হারে
মাংস ও মাছ।
নুন ঝাল সবই পাবে
ছোট ভাবো নাকি?
চেয়ো নাকো বাঁকি!
অতো কিছু লাগবে না
চালে বাড়ে পুঁই,
মোটা তাজা দেখে শুধু
টাকি মাপো দুই!
কল্লার কিরে -
বলো কি হে যদু ওরা
দামে মানে হীরে!
শোন বলি ধীরে -
ছালুনে চুবিয়ে এনে
ফের দিলে ফিরে??
======================@@@
এই যে বলি ও’ যদু
ব্যাগ ধরে কষে -
আজও আছো বসে?
তারচেয়ে লাগবে যা
কিনে তাড়াতাড়ি -
ফিরো দেখি বাড়ি!
বলি কি দোকানি ভাই
ভালো আছে দেল -
কতো চলে তেল?
বুঝে গেছি ব্যপারটা -
চাল ডাল চিনি আটা
আছে চারাগাছ,
সবজির সম হারে
মাংস ও মাছ।
নুন ঝাল সবই পাবে
ছোট ভাবো নাকি?
চেয়ো নাকো বাঁকি!
অতো কিছু লাগবে না
চালে বাড়ে পুঁই,
মোটা তাজা দেখে শুধু
টাকি মাপো দুই!
কল্লার কিরে -
বলো কি হে যদু ওরা
দামে মানে হীরে!
শোন বলি ধীরে -
ছালুনে চুবিয়ে এনে
ফের দিলে ফিরে??
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২১/০৮/২০২৩সমসাময়িক স্বচ্ছ বিবরণ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৮/২০২৩দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৮/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ১৫/০৮/২০২৩খুব খুব ভালো লাগলো
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৮/২০২৩অনিন্দ্যসুন্দর ছড়াকবিতা