www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেঘের কোলে গীতি

মেঘের কোলে গীতি
=====================@@@

চলেছে সাঁঝের বাটে গোধুলির বেলা;
তটিনীর পাড়ে বসে
দেখি আমি ভাব চষে
কেমনে মেঘেরা বাঁধে বারে বারে ভেলা!

কি জানি কোথায় যায় তীরে না-কি নীড়ে!
এই করে প্রেম লুট
ফের হয় দল ছুট
বারেক চায় না কেউ তবু পিছু ফিরে!

এমনই বুঝি বা হয় জীবনের গীতি!
সুরেলা ব্যাকুল আশা
বন্ধনে বাঁধে বাসা
ছেড়ে গেলে থেমে যায় ক্ষীণ যা পিরিতি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast