মানুষের মান (অণু)
মানুষের মান (অণু)
====================@@@
সীমিত কথনে যাচলেও সবে
ভেজানো মনের দ্বার,
তবু নয় কোন ইনসান শুধু
মন্দের সমাহার।
বুঝে যদি বলো ধূর্তের ধারী
নয় কি নন্দ ঘোষ,
জেনো অন্তর মারা গেছে বলে
গুনকেই ভাবো দোষ।
====================@@@
সীমিত কথনে যাচলেও সবে
ভেজানো মনের দ্বার,
তবু নয় কোন ইনসান শুধু
মন্দের সমাহার।
বুঝে যদি বলো ধূর্তের ধারী
নয় কি নন্দ ঘোষ,
জেনো অন্তর মারা গেছে বলে
গুনকেই ভাবো দোষ।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৫/২০২২ভাল।
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২২বাহ্ সুন্দর লেখনী
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৫/২০২২বেশ সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২৯/০৫/২০২২সুন্দর ছন্দময়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৫/২০২২অনবদ্য লেখনী।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৫/২০২২সুন্দর প্রকাশ করেছেন।