লিখো তুমি ও কবি ভাই
লিখো তুমি ও কবি ভাই!
====================@@@
লিখো তুমি ও কবি ভাই
শুদ্ধ রেখে মতি,
বললে যে কেউ মন্দ কালো
কি-ই বা তাতে ক্ষতি!
নিন্দুকের কাজ নিন্দা করা
কও তো কে না জানে?
দূর গগনে পৌঁছলে কি ধুল
হেম বলে কেউ মানে?
পোকের ভয়ে কোন কালে ফল
দান করেনি তরু?
হয় কি ভাবো দক্ষ কেঁচো
ঝিঁঝিঁর দাপে সরু?
====================@@@
লিখো তুমি ও কবি ভাই
শুদ্ধ রেখে মতি,
বললে যে কেউ মন্দ কালো
কি-ই বা তাতে ক্ষতি!
নিন্দুকের কাজ নিন্দা করা
কও তো কে না জানে?
দূর গগনে পৌঁছলে কি ধুল
হেম বলে কেউ মানে?
পোকের ভয়ে কোন কালে ফল
দান করেনি তরু?
হয় কি ভাবো দক্ষ কেঁচো
ঝিঁঝিঁর দাপে সরু?
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১০/২০২২সুন্দর।
-
শ.ম. শহীদ ১৫/১০/২০২২অসাধারণ হয়েছে।
-
ফয়জুল মহী ১৪/১০/২০২২বাহ মনোমুগ্ধকর লিখনী।
-
মধু মঙ্গল সিনহা ১৩/১০/২০২২সুন্দর লেখা কবি।
-
অভিজিৎ হালদার ১৩/১০/২০২২বেশ লেখা
-
বিধান চন্দ্র ধর ১৩/১০/২০২২চমৎকার অন্তরের বহিপ্রকাশ ।
-
আলমগীর সরকার লিটন ১৩/১০/২০২২খুব সুন্দর ছন্দে ছন্দে এক অনুভব প্রকাশ পেয়েছে কবি দা