কুলের মূল
কুলের মূল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
যায় না বুঝা মুখের কথায়
অন্ধ বা কি শুদ্ধ মন,
সাজ পোশাকেও যায় না চেনা
অজ্ঞ না সে গুণীজন।
তাই তো সবাই মানুষ বলেই
দোষ গুণে রয় বেঁধে কুল,
কেউ তাতে মান গর্বে টানে
হুঁশ বিনে কেউ হারায় মূল।।
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
যায় না বুঝা মুখের কথায়
অন্ধ বা কি শুদ্ধ মন,
সাজ পোশাকেও যায় না চেনা
অজ্ঞ না সে গুণীজন।
তাই তো সবাই মানুষ বলেই
দোষ গুণে রয় বেঁধে কুল,
কেউ তাতে মান গর্বে টানে
হুঁশ বিনে কেউ হারায় মূল।।
মন্তব্যসমূহ
-
বাসেদ সরকার ২৬/১২/২০২০Very good
-
সাইয়িদ রফিকুল হক ২২/১২/২০২০ভাল লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/১২/২০২০ভালো
-
ফয়জুল মহী ২২/১২/২০২০অনবদ্য প্রকাশ,
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১২/২০২০nice message