www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুবাইয়াত ই বোরহান (কও তো দয়াল)

(কও তো দয়াল?)
=========================@@@

অকূল গাঙে চলছে ভেসে অজ্ঞ আমার ভাণ্ডারী,
যে’ দিকে তাই জমায় পাড়ি দ্যাখে শুধু আন্ধার-ই।
পথ না পেয়ে আজ যদি সে অথৈ জলে যায় হেরে,
কও তো দয়াল তুমি তবে কোন তরণীর কাণ্ডারী??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৯/২০২১

মন্তব্যসমূহ

  • সুব্রত ভৌমিক ১৩/০৯/২০২১
    রুবাইয়্যাত ছন্দে
    লিখেছেন আনন্দে।
  • ফয়জুল মহী ০৬/০৯/২০২১
    নান্দনিক
  • অভিজিৎ হালদার ০৬/০৯/২০২১
    বেশ
  • শেষে ছন্দমিল হয়েছে কিনা?
    • রুবাই এর ছন্দ এমনই প্রিয় কবি।
      প্রথম দ্বিতীয় ও চতুর্থ চরণের অন্ত্যমিল থাকে কিন্তু
      তৃতীয় চরণ থাকে একেবারে আলাদা।
      সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
  • বেশ ভাবনাময়
 
Quantcast