কহরালীর নাক খত (ব্যঙ্গ)
কহরালীর নাক খত (ব্যঙ্গ)
====================@@@
জহরালী লোক নাকি
নয় অতি সৎ,
গাঁজা খেয়ে যাকে তাকে
যেচে দেয় মত।
ক্ষোভে ধীর কহরালী
বারে বারে দেয় গালি,
ভেবে কভু মাড়াবো না
ভুলে ওর পথ।
রোজ তাই মদ খায়
দিতে নাক খত।
====================@@@
জহরালী লোক নাকি
নয় অতি সৎ,
গাঁজা খেয়ে যাকে তাকে
যেচে দেয় মত।
ক্ষোভে ধীর কহরালী
বারে বারে দেয় গালি,
ভেবে কভু মাড়াবো না
ভুলে ওর পথ।
রোজ তাই মদ খায়
দিতে নাক খত।
মন্তব্যসমূহ
-
সাঞ্জু ০২/০১/২০২২খুব সুন্দর লেখনি
-
আলমগীর সরকার লিটন ০১/০১/২০২২সুন্দর কবি দা
-
ফয়জুল মহী ৩১/১২/২০২১অসাধারণ পরিবেশনা
-
অভিজিৎ হালদার ৩১/১২/২০২১ওহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/১২/২০২১বেশ কহরালী।