কি অদ্ভুত
কি অদ্ভুত!
======================@@@
অদ্ভুত চিজ ভাই কান কাটা সংঘাত,
টুপ করে ভাব গড়ে কষে দিয়ে দুই লাথ।
বাম হাতে খানা খায় ভাবে তবু সব ঠিক,
ট্যারা চোখে খুঁজে নেয় ঝাকানাকা দশ দিক।
নাক দিয়ে খাল কাটে যেথা দ্যাখে আন্ধার,
ঢিল ছুঁড়ে কিনে নেয় রঙ্গিলা মান তার।
জামা ছিঁড়ে জুতা মুছে দাবী আমি জ্ঞানবান,
পাতকের বুঝে যাচে রাক্ষুসী খানদান।
পিঠ ঘসে হেঁটে চলে হাতে রেখে নাগরাই,
সগরবে চেটে খায় চুরি করা খাগড়াই।
দু’পা থাকে আসমানে চাঁদটারে দিতে চুম,
ঘোলা চোখ সঙ সাজে হলেও তা নির্ঘুম।
যদি ভাবো এ কেমন! কোন দেশী লাট বেন!
নিশ্চিত নয় জেনো শুক্রের এলিয়েন।
======================@@@
অদ্ভুত চিজ ভাই কান কাটা সংঘাত,
টুপ করে ভাব গড়ে কষে দিয়ে দুই লাথ।
বাম হাতে খানা খায় ভাবে তবু সব ঠিক,
ট্যারা চোখে খুঁজে নেয় ঝাকানাকা দশ দিক।
নাক দিয়ে খাল কাটে যেথা দ্যাখে আন্ধার,
ঢিল ছুঁড়ে কিনে নেয় রঙ্গিলা মান তার।
জামা ছিঁড়ে জুতা মুছে দাবী আমি জ্ঞানবান,
পাতকের বুঝে যাচে রাক্ষুসী খানদান।
পিঠ ঘসে হেঁটে চলে হাতে রেখে নাগরাই,
সগরবে চেটে খায় চুরি করা খাগড়াই।
দু’পা থাকে আসমানে চাঁদটারে দিতে চুম,
ঘোলা চোখ সঙ সাজে হলেও তা নির্ঘুম।
যদি ভাবো এ কেমন! কোন দেশী লাট বেন!
নিশ্চিত নয় জেনো শুক্রের এলিয়েন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৪/২০২২ভাল লাগল।
-
অভিজিৎ হালদার ১৫/০৪/২০২২ভালো
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৪/২০২২সত্যই অদ্ভুত!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৪/২০২২দারুণ ব্যাখ্যা