খোকা দ্যাখে ভূতোর দেশে
খোকা দ্যাখে ভূতোর দেশে
===================@@@
খোকা গেছে ভূতোর দেশে
শিখবে বলে গান,
পৌঁছে দ্যাখে কারোর সেথা
ডান পাশে নেই কান।
দিনে সবাই কম কথা কয়
সুবোধ ছেলের মতো,
দল বেঁধে হয় রাত্রি বেলা
তর্ক বাণে রত।
ঢোল বাঁশি আর কাঁসর বাজায়
কথার তালে তালে,
সখ্যে মাতে এর মাঝে কেউ
থাপড় ছুঁড়ে গালে।
চিল্লানিতে দর যেচে নেয়
গড়ে বিরল জ্ঞাতি,
তালহীনা সুর গর্বে আনে
নিত্তি ডাগর খ্যাতি।
সেখান থেকে ফিরেই খোকা
ভুলছে আপন দিশা,
শুধায় শুধু বল দেখি মা
আসবে কখন নিশা?
===================@@@
খোকা গেছে ভূতোর দেশে
শিখবে বলে গান,
পৌঁছে দ্যাখে কারোর সেথা
ডান পাশে নেই কান।
দিনে সবাই কম কথা কয়
সুবোধ ছেলের মতো,
দল বেঁধে হয় রাত্রি বেলা
তর্ক বাণে রত।
ঢোল বাঁশি আর কাঁসর বাজায়
কথার তালে তালে,
সখ্যে মাতে এর মাঝে কেউ
থাপড় ছুঁড়ে গালে।
চিল্লানিতে দর যেচে নেয়
গড়ে বিরল জ্ঞাতি,
তালহীনা সুর গর্বে আনে
নিত্তি ডাগর খ্যাতি।
সেখান থেকে ফিরেই খোকা
ভুলছে আপন দিশা,
শুধায় শুধু বল দেখি মা
আসবে কখন নিশা?
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৩/২০২২অনন্য সাধারণ।
-
Md. Rayhan Kazi ২৯/০৩/২০২২অনন্য লেখনশৈলী
-
আলমগীর সরকার লিটন ২৯/০৩/২০২২বেশ মজার ছড়া
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২২সুন্দর প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৩/২০২২মনোরম সুন্দর