খবরে ও বিবরে (শিশুতোষ)
খবরে ও বিবরে (শিশুতোষ)
=====================@@@
আজ এ’ আকাশ পড়বে ভেঙে
খবর শুনেই মলা,
ধরলো চেপে লাফ দিয়ে এক
ছ্যাবলা হাঁসের গলা।
দৃশ্য দেখে জল ঢোড়া কয়
বাঁচবে তোদের খ্যাতি?
এই চেয়ে দ্যাখ আমার পাড়ে
কত্তো ব্যাঙের ছাতি!
=====================@@@
আজ এ’ আকাশ পড়বে ভেঙে
খবর শুনেই মলা,
ধরলো চেপে লাফ দিয়ে এক
ছ্যাবলা হাঁসের গলা।
দৃশ্য দেখে জল ঢোড়া কয়
বাঁচবে তোদের খ্যাতি?
এই চেয়ে দ্যাখ আমার পাড়ে
কত্তো ব্যাঙের ছাতি!
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০১/১০/২০২৩🌹😭🙏
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৮/০৭/২০২৩❤️❤️❤️
-
বিধান চন্দ্র ধর ০৭/০৭/২০২৩দারুণ একটা শিশুতোষ ছড়া ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৭/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ০৫/০৭/২০২৩অসাধারণ উপস্থাপন করেছেন।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৫/০৭/২০২৩দারুন