খাঁটি সুখের সার
খাঁটি সুখের সার
====================@@@
যতোই কথা কও না তুমি
বুঝে খুঁটিনাটি,
মা হারালে জীবনটা হয়
বারো আনাই মাটি।
রয় যে বাকী চার আনা দর
বইতো ওরাও বাত কালা জ্বর,
রোজ না যদি মায়ের স্মৃতিই
সাজতো জিয়নকাঠি -
কে বলে ভাই হতেই পারে
মা বিনে সুখ খাঁটি??
====================@@@
যতোই কথা কও না তুমি
বুঝে খুঁটিনাটি,
মা হারালে জীবনটা হয়
বারো আনাই মাটি।
রয় যে বাকী চার আনা দর
বইতো ওরাও বাত কালা জ্বর,
রোজ না যদি মায়ের স্মৃতিই
সাজতো জিয়নকাঠি -
কে বলে ভাই হতেই পারে
মা বিনে সুখ খাঁটি??
বুঝিতে পারিনা তবে
মায়ের মৃত্যুর আগ
খোদা তুমি দাওনা মোদের
আত্নার দোয়ার খুলি
মায়ের কদমের ধুলি যেন
নিয়ে সদা চলি।।