কেমন হতো
কেমন হতো!
====================@@@
কও তো দেখি কেমন হতো
হিম হলে বাঘ হরির শ্বাস?
সন্ধ্যা সকাল কাকের পিঠে
ডাকতো যদি পাতিহাঁস?
বৃষ্টি ও রোদ নির্জলা সুখ
জীবের তরে করলে দান?
বিচ্ছু বা সাপ কামড় দিলে
গড়তো ও’ বিষ মধুর তান?
নিম বাটুল আর তেলাকুচায়
মিলতো যদি মিষ্টি রস?
পাপ করলে কেউ তক্ষুনি গায়
উঠতো ফুটে কালির কস?
’নয় কেহ পর’ মনুজ হৃদে
থাকলে জেগে এহেন ধার?
বাপ মা হতো মূল্য-মানে
মাথার পাশে যেমন ঘাড়?
====================@@@
কও তো দেখি কেমন হতো
হিম হলে বাঘ হরির শ্বাস?
সন্ধ্যা সকাল কাকের পিঠে
ডাকতো যদি পাতিহাঁস?
বৃষ্টি ও রোদ নির্জলা সুখ
জীবের তরে করলে দান?
বিচ্ছু বা সাপ কামড় দিলে
গড়তো ও’ বিষ মধুর তান?
নিম বাটুল আর তেলাকুচায়
মিলতো যদি মিষ্টি রস?
পাপ করলে কেউ তক্ষুনি গায়
উঠতো ফুটে কালির কস?
’নয় কেহ পর’ মনুজ হৃদে
থাকলে জেগে এহেন ধার?
বাপ মা হতো মূল্য-মানে
মাথার পাশে যেমন ঘাড়?
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১২/২০২৩বেশ
-
সুসঙ্গ শাওন ১৭/০৮/২০২২সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৪/০৮/২০২২চমৎকার
-
অভিজিৎ হালদার ১৪/০৮/২০২২বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৮/২০২২ভাল।
-
ফয়জুল মহী ১২/০৮/২০২২খুবই চমৎকার লেখা