কাঞ্চা বাঁশের বাঁশি
কাঞ্চা বাঁশের বাঁশি
======================@@@
একবার মেলায় যেতে চেয়েছিলাম
শুধুই ওর জন্য,
কিন্তু ........................পারিনি।
পরের দিন দেখা হতেই
ও’ আমাকে ডেকে বললো -
’এই নাও তোমার জন্য একটা বাঁশি এনেছি!’
কাঞ্চা বাঁশের বাঁশি।
আজ সেই বাঁশি নেই,
বাজারে যাওয়ারও প্রয়োজন হয় না
তবু ওই দিন এলে অজান্তেই যেন
প্রাণ ছটফট করে উঠে!
আর?
হৃদপিণ্ডের গোপন প্রকোষ্ঠে অতি সযতনে
সাড়া দেয় এক ‘কাঞ্চা বাঁশের বাঁশি!’
======================@@@
একবার মেলায় যেতে চেয়েছিলাম
শুধুই ওর জন্য,
কিন্তু ........................পারিনি।
পরের দিন দেখা হতেই
ও’ আমাকে ডেকে বললো -
’এই নাও তোমার জন্য একটা বাঁশি এনেছি!’
কাঞ্চা বাঁশের বাঁশি।
আজ সেই বাঁশি নেই,
বাজারে যাওয়ারও প্রয়োজন হয় না
তবু ওই দিন এলে অজান্তেই যেন
প্রাণ ছটফট করে উঠে!
আর?
হৃদপিণ্ডের গোপন প্রকোষ্ঠে অতি সযতনে
সাড়া দেয় এক ‘কাঞ্চা বাঁশের বাঁশি!’
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৯/০১/২০২৩সুন্দর উপস্থাপন আমার প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৮/০১/২০২৩নান্দনিক উপস্থাপন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২৩বেশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০১/২০২৩অনন্য লেখনী।