www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালের পদ্য

কালের পদ্য
======================@@@

আম পাতা বা ভেন্না পাতা
নাইবা পেলো জোড়া,
চলবে বাজার ঊর্ধ্বশ্বাসে
যেমন ছুটে ঘোড়া।

ডিম না দিলে হাট্টিমা টিম
খসবে কিছু তাই!
সিণ্ডিকেটেই মরুক কৃষক
খাজনা আমার চাই।

যাক দূরে যাক লেজঝোলাটা
ছিন্ন করে আশ,
নেই কোন ভুল শিক্ষানীতির
করলে শ’ ভাগ পাস।

দূর দেশে মা আর যাবো না
পঙ্খিরাজে চড়ে,
ভাতার চেয়ে উপরি যা আয়
বৈধ দে তুই করে।

কি বা এমন স্বপ্ন খোকা’র!
বর্গি আসুক দেশে,
রাখবো যা ধন সুইচ ব্যাঙ্কে
দেশ প্রেমিকের বেশে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০২৪

মন্তব্যসমূহ

 
Quantcast